
ভারতীয় মুসলমানদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে ‘সংমার্চ’ শীর্ষক প্রতিবাদী সংগীতযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র (জাসাক)।
শনিবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি ও বিশিষ্ট কবি মুহিব খান।
জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায়। পল্টনের মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা করবে এ প্রতিবাদী সংগীতযাত্রা। কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় দূতাবাসে একটি প্রতিবাদলিপিও প্রদান করা হবে।
সংগঠনটির কর্তৃপক্ষ আরও জানান যে, এটি হবে এক অভূতপূর্ব প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি। যেখানে সংগীত, শ্লোগান এবং সৃষ্টিশীল প্রতিবাদের মাধ্যমে ভারতীয় মুসলমানদের প্রতি সংহতি জানানো হবে। দেশ ও জাতির সীমা ছাড়িয়ে মুসলিম উম্মাহর প্রতি আমাদের দায়িত্ববোধ প্রকাশ পাবে এই যাত্রায়।
‘সংমার্চে’ অংশ নিতে সভাপতি মুহিব খান সবাইকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দলে দলে চলে আসুন, শ্লোগানে শ্লোগানে কাঁপিয়ে দিন রাজপথ। দীপ্ত কণ্ঠে গেয়ে উঠুন— ‘উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও...। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশী সবাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই...।’
ডিআর/বিএইচ