Logo

ক্যাম্পাস

কুবি ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে প্রথম আব্দুল্লাহ

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৪:৪৭

কুবি ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে প্রথম আব্দুল্লাহ

মো. আব্দুল্লাহ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে প্রথম হয়েছেন চট্টগ্রামের মো. আব্দুল্লাহ। তিনি লিখিত ও জিপিএ মিলিয়ে সর্বমোট ৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হয়। এর মধ্যে ১০০ নম্বরের ছিল লিখিত পরীক্ষা এবং ২০ নম্বর নির্ধারণ করা হয় এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে।

মো. আব্দুল্লাহ চট্টগ্রামের বাসিন্দা। তিনি হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে আব্দুল্লাহ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তি ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ও এর বাইরের মোট ৩০টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। অংশগ্রহণ করেন ২১ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী।

  • রিফাত/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর