Logo

সারাদেশ

সখীপুরে গাছচাপায় ঘোড়ার গাড়ি চালক নিহত

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৬:৪১

সখীপুরে গাছচাপায় ঘোড়ার গাড়ি চালক নিহত

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে ঘোড়ার গাড়িতে কাঠের গুঁড়ি তোলার সময় পড়ে গিয়ে মজনু মিয়া (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দক্ষিণ দেওবাড়ি গ্রামের চাকলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মজনু মিয়া ওই এলাকার কাঠ ব্যবসায়ী তারু মিয়ার মালামাল পরিবহন করতেন। সকালে ঘোড়ার গাড়িতে কাঠের গুঁড়ি তোলার সময় অসাবধানতাবশত একটি গুঁড়ি তাঁর ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর