Logo

সারাদেশ

মাওলানা রইছ উদ্দিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৬:৪৯

মাওলানা রইছ উদ্দিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের হায়দারাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব, ইসলামি ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা রইছ উদ্দিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা কালেক্টরেটের সামনে সড়কে এ মানববন্ধনের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ এবং জেলার বিভিন্ন দরবার ও খানকা শরিফ।

মানববন্ধনে কিশোরগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা মো. শফিকুল ইসলাম সিদ্দিকি, বৌলাই তরফিয়া দরবার শরিফের সাজ্জাদনশীন পীরজাদা সৈয়দ ইয়াছিন, চকমতি দরবার শরিফের পীরজাদা মোবাশ্বীর হাসান ফয়সালসহ বিভিন্ন দরবার ও খানকার পীর-মাশায়েখ বক্তব্য দেন।

বক্তারা মাওলানা রইছ উদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কিশোরগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি বোরহান উদ্দিন জালালী।

আব্দুর রউফ ভুঁইয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর