৪ মুসলিম বন্ধু দেশে সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:৩৩
-6831a08842e01.jpg)
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চারটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশে সফরে যাচ্ছেন। সফরকালীন সময় তিনি তুরস্ক, ইরান, আজারবাইজান ও তাজিকিস্তান সফর করবেন।
শনিবার (২৫ মে) তার এই সফর শুরু হবে এবং ৩০ মে পর্যন্ত সফর চলবে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সফরের সময় প্রধানমন্ত্রী বন্ধুপ্রতিম দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা করবেন।
বিশ্বমঞ্চে মুসলিম ঐক্যের পক্ষে জোরালো ভূমিকা রাখার লক্ষ্যে এই সফরকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে যেসব দেশ ইসলামাবাদের পাশে থেকেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন শাহবাজ শরিফ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সফরের শেষদিকে, অর্থাৎ ২৯ ও ৩০ মে প্রধানমন্ত্রী তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠেয় এক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।
এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও মুসলিম বিশ্বে ঐক্য জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, মুসলিম বিশ্বের প্রতি পাকিস্তানের আস্থাশীল কূটনীতি এই সফরের মধ্য দিয়ে আরও দৃঢ় হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই সফর নতুন মাত্রা যোগ করবে বলেও ধারণা করা হচ্ছে।
সূত্র : ডেইলি জংগ
বিএইচ/