৪০ বছর পরিচ্ছন্নতাকর্মীর কাজ করে জমিয়েছেন টাকা, অবশেষে হজে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৬:৫৩
-6831a51cc89a2.jpg)
বিশ্বে এমন অনেক দৃষ্টান্ত আছে যারা অদম্য ইচ্ছাশক্তি ও দীর্ঘদিনের শ্রম দিয়ে বাস্তব করে তোলেন তাঁদের স্বপ্ন। তেমনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইন্দোনেশিয়ার এক বৃদ্ধ দম্পতি—যারা ৪০ বছর ধরে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করে হজের টাকা জমিয়ে এবার পৌঁছে গেছেন পবিত্র ভূমি মক্কায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওই বৃদ্ধের নাম লিগিমেন। পেশায় তিনি একজন পরিচ্ছন্নতা কর্মী। স্ত্রীকেও সঙ্গে নিয়েই তিনি জীবনের প্রতিটি দিন পরিশ্রম করেছেন একটি স্বপ্ন বাস্তবায়নের আশায়—সেটি হজ পালন।
সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে লিগিমেন বলেন, ‘৪০ বছর ধরে আমি স্বপ্ন দেখেছি হজ করার। আজ আল্লাহ সেই স্বপ্ন পূরণ করেছেন। এখনো বিশ্বাস হচ্ছে না, আমি স্বচক্ষে কাবা শরিফ দেখব।’
তিনি জানান, ১৯৮৬ সাল থেকে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কঠিন পরিস্থিতির মধ্যেও ধৈর্য ধরে টাকা জমাতে থাকেন। এ বছর সেই সাধনার ফল মিলেছে—হজযাত্রীর তালিকায় এসেছে তাদের নাম।
লিগিমেন বলেন, ‘সবচেয়ে আগে আল্লাহর শুকরিয়া আদায় করছি। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি “মক্কা রুট ইনিশিয়েটিভ:সহ সব শুভাকাঙ্ক্ষীর প্রতি, যাদের সহায়তা ও ব্যবস্থাপনায় আমার এই সফর সহজ হয়েছে।’
দাম্পত্য জীবনের দীর্ঘ অধ্যায়জুড়ে ধৈর্য, পরিশ্রম ও ঈমানি অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন লিগিমেন ও তার স্ত্রী। তাদের এ কাহিনী হৃদয় ছুঁয়ে গেছে লক্ষ-কোটি মুসলমানের।
সূত্র : জিও নিউজ