শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার এক সহযোগীকে কুষ্টিয়া তেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ মে) ভোররাতে শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য নিশ্চিত করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে কালিশংকরপুর সোনার বাংলা সড়কের মৃত মীর মহিউদ্দিনের বাড়ির নিচতলা ভাড়া নেন সুব্রত বাইন ও তার সহযোগীরা। এলাকাবাসীর ভাষ্য, ভাড়া নেওয়ার পর থেকে বাসাটির দরজা-জানালা সব সময় বন্ধ থাকত এবং কাউকে বাইরে আসতে দেখা যায়নি।
মঙ্গলবার ভোররাতে হঠাৎ তালা ভাঙার শব্দে স্থানীয়রা বাইরে বেরিয়ে এসে দেখেন, সেনাবাহিনীর একটি দল বাড়িটি ঘিরে রেখেছে। পরে অভিযান চালিয়ে দুটি গাড়িতে করে দুজনকে তুলে নিয়ে যেতে দেখা যায়। এলাকাবাসীর দাবি, আটক হওয়া ব্যক্তিদের একজন সুব্রত বাইন।
বিষয়টি নিয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি আমিও শুনেছি। তবে এখনো নিশ্চিত কোনো তথ্য পাইনি। সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।’
এমএইচএস

