মাদকের টাকা না পেয়ে মারধরে মায়ের মৃত্যু, ছেলে পলাতক

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৫:৩৪

ছবি : সংগৃহীত
সাভারের আশুলিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে টাকা না দেয়ায় সুফিয়া খাতুনকে (৬২) মারধরের করে তার ছেলে আওলাদ হোসেন (৩২)। পরে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে আওলাদ পলাতক রয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে, একই রাতে সাভারের আশুলিয়ার শিমুলিয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন উপজেলার আশুলিয়া থানার ভাটিয়াকান্দি গ্রামের নেহাজ্জুদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, আওলাদ মাদক সেবন করতেন। তিনি সোমবার (২৬ মে) দুপুর থেকেই তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে আসছিল। কিন্তু কোরবানির ঈদের আগে টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেন মা সুফিয়া খাতুন। এতে নেশার টাকা না পেয়ে রাতে আওলাদ তার মাকে মারধর করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সুফিয়াকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে নেশাগ্রস্ত ছেলের আঘাতে তার মায়ের মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত এখনও জানা সম্ভব হয়নি। মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। এছাড়া ধামরাই থানা পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে বলে জানান তিনি।
এসি/টিএ