Logo

সারাদেশ

ঈশ্বরদী ইপিজেডে খাবার খেয়ে ২০০ শ্রমিক অসুস্থ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১৯:৩২

ঈশ্বরদী ইপিজেডে খাবার খেয়ে ২০০ শ্রমিক অসুস্থ

ছবি : বাংলাদেশের খবর

পাবনার ঈশ্বরদী ইপিজেডের কয়েকটি কারখানায় খাবার খেয়ে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (৩১ মে) সকাল থেকে নতুন করে আরও অন্তত ১০০ জন শ্রমিক অসুস্থ হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

এর আগে রেনেসাঁ, অ্যাবা, নাকানো, আইএসএমএ ও স্টিল হেয়ার নামের প্রতিষ্ঠানগুলোর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতরদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্টিল হেয়ার কোম্পানির শ্রমিক রাবেয়া খাতুন জানান, খাবারের সময় নেওয়া পানিতে দুর্গন্ধ ছিল। পরে অফিসে অসুস্থবোধ করলে ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পর বমি শুরু হয় এবং হাসপাতালে ভর্তি হতে হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা বলেন, খাদ্যে ব্যাকটেরিয়ার সংক্রমণে শ্রমিকদের ডায়রিয়া হয়েছে। বর্তমানে ৩০ জন চিকিৎসাধীন এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।

বেপজার পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি তারা জেনেছেন এবং সংশ্লিষ্ট কারখানাগুলোকে শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে।

কামাল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর