Logo

আন্তর্জাতিক

ট্রাম্পকে অভিশংসন করে জেডি ভ্যান্সকে বসানোর দাবিতে সমর্থন মাস্কের

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১০:০৯

ট্রাম্পকে অভিশংসন করে জেডি ভ্যান্সকে বসানোর দাবিতে সমর্থন মাস্কের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের আহ্বান জানিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। বিকল্প হিসেবে তিনি সমর্থন জানিয়েছেন ওহাইও রাজ্যের রিপাবলিকান সিনেটর জেডি ভ্যান্সকে। এক সময়ের মিত্র ট্রাম্পের সঙ্গে তার এই প্রকাশ্য বিরোধ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বড় আলোড়ন তুলেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে এক্স (সাবেক টুইটার)-এ মালয়েশিয়াভিত্তিক ডানপন্থী লেখক ইয়ান মাইলস চিওং-এর একটি পোস্টে প্রতিক্রিয়া জানান মাস্ক। ওই পোস্টে লেখা ছিল, ‘প্রেসিডেন্ট বনাম ইলন। কে জিতবে? আমি বাজি ধরছি ইলনের পক্ষে। ট্রাম্পকে অভিশংসন করা উচিত এবং জেডি ভ্যান্সকে তার স্থলাভিষিক্ত করা উচিত।’ এর জবাবে মাস্ক সংক্ষিপ্তভাবে লেখেন, ‘হ্যাঁ।’

এই প্রতিক্রিয়ার মাত্র কিছু সময় পরই প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ ওভাল অফিসে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘ইলনের আচরণে আমি খুব বিস্মিত ও হতাশ। আমি ভেবেছিলাম সে আমার বন্ধু।’

ট্রাম্পের এই বক্তব্যের জবাবে এক্স-এ সরাসরি আক্রমণ চালান মাস্ক। তিনি দাবি করেন, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ে তার (মাস্কের) গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাশাপাশি তিনি ট্রাম্পের অতীত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। এক পোস্টে মাস্ক লেখেন, ‘এবার বড় বোমা ফেলার সময়। ট্রাম্প এপস্টাইনের নথিতে আছেন। এটাই আসল কারণ যে এই নথিগুলো এখনো প্রকাশ করা হয়নি।’

পরবর্তী পোস্টে তিনি আরও লেখেন, ‘এই পোস্টটি মনে রাখুন। সত্য একদিন প্রকাশ পাবে।’

মাস্কের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ‘ইলন যদি আমার বিরোধিতা করে, তাতে আমার আপত্তি নেই। তবে সেটা মাসখানেক আগেই করা উচিত ছিল। এই বিল কংগ্রেসে উত্থাপিত অন্যতম শ্রেষ্ঠ বিল। এতে ১.৬ ট্রিলিয়ন ডলার ব্যয় কমানো হয়েছে এবং করছাড় দেওয়া হয়েছে। যদি এটি পাস না হয়, কর ৬৮% বাড়বে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করা হয়। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, ‘এটি ইলনের দুঃখজনক এক প্রতিক্রিয়া, যিনি একটি বড়, সুন্দর বিল-এ নিজের পছন্দমতো নীতি না থাকায় ক্ষুব্ধ। প্রেসিডেন্ট এখন এই ঐতিহাসিক আইন পাস করানো এবং দেশকে আবার মহৎ করে তোলার দিকেই মনোযোগী।’

ট্রাম্প ও মাস্কের এই মুখোমুখি অবস্থান আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রিপাবলিকান শিবিরে বিভাজন এবং নতুন মেরুকরণের আভাস দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কেই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর