Logo

আন্তর্জাতিক

তেহরানের পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ, বিমানবন্দরে আগুন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৭:৫৪

তেহরানের পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ, বিমানবন্দরে আগুন

ইরানের রাজধানী তেহরানের পূর্বাঞ্চলের হাকিমিয়ে ও তেহরানপারস এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে (১৪ জুন) এ ঘটনা ঘটে।

দেশটির আধা-সরকারি তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। তাৎক্ষণিকভাবে এসব বিস্ফোরণের কারণ জানা যায়নি।

এর আগে খবর আসে, তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি প্রজেক্টাইল (বিস্ফোরক বস্তু) আঘাত হানে। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।

আল জাজিরা বলছে, বিস্ফোরণের ঘটনাগুলোর সঙ্গে বিমানবন্দরে হামলার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

নিরাপত্তা বাহিনী ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইরানি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গতকাল থেকে ইসরায়েল-ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে। এই পরিস্থিতিতে তেহরানের পূর্বাঞ্চলে এমন বিস্ফোরণ ও হামলার ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

সূত্র : আল জাজিরা

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান-ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর