Logo

জাতীয়

যে ২ বিভাগে বৃষ্টি হতে পারে আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৮:৩৮

যে ২ বিভাগে বৃষ্টি হতে পারে আজ

আগামী ২৪ ঘণ্টা সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে এই সময়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

শনিবার (১ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর