Logo

আন্তর্জাতিক

মার-এ-লাগোর অভিযানে জব্দ করা সম্পত্তি ট্রাম্পকে ফেরত দিচ্ছে এফবিআই

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৯:২৮

মার-এ-লাগোর অভিযানে জব্দ করা সম্পত্তি ট্রাম্পকে ফেরত দিচ্ছে এফবিআই

২০২২ সালে ফ্লোরিডার মার-এলা-গোতে চালানো অভিযানে জব্দ করা সম্পত্তি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিরিয়ে দিচ্ছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন চিউং শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

চিউং বলেন, ‘এফবিআই প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সম্পত্তি ফিরিয়ে দিচ্ছে। অভিযানের সময় এগুলো অবৈধ ও বেআইনিভাবে জব্দ করা হয়েছিল। আমরা আজ এসব বাক্সের দখল নিচ্ছি। এগুলো এয়ার ফোর্স ওয়ানে উঠানো হচ্ছে।’

প্রেসিডেন্টের উপদেষ্টা আলিনা হাব্বা জানান, ট্রাম্পের ফ্লোরিডায় ফেরার ফ্লাইটের আগে কিছু বাক্স বিমানে তোলা হয়েছে। তিনি এক্স-এ দেওয়া এক পোস্টে লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এই দেশে ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং তা অব্যাহত থাকবে। সত্য ও ন্যায়বিচার শেষ পর্যন্ত সবসময় জয়ী হয়।’

২০২২ সালের আগস্টে আদালতের অনুমোদিত অভিযানে এফবিআই মার-এ-লাগো থেকে ৩৩টি বাক্স জব্দ করেছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি গোপন নথি ভুলভাবে সংরক্ষণ করেছেন। সেগুলো ফেরত দিতে সরকারি কর্মকর্তাদের বাধা দিয়েছেন। এই অভিযান ট্রাম্প ও তার সমর্থকদের মধ্যে এফবিআই-এর প্রতি ক্ষোভের জন্ম দেয়।

তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এই তদন্তের জন্য বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথকে নিয়োগ দিয়েছিলেন। তবে ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক আইলিন ক্যানন মামলাটি খারিজ করে দেন। তিনি বলেন, ‘বিশেষ কাউন্সেলের নিয়োগ সাংবিধানিক নয়। এটি ক্ষমতার পৃথকীকরণের নীতির পরিপন্থি।’

ট্রাম্প জানিয়েছেন, কিছু ফেরত পাওয়া বাক্স তার ভবিষ্যৎ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে সংরক্ষিত হবে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এসব বাক্স ফ্লোরিডায় আনা হচ্ছে। একদিন তা ট্রাম্প প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির অংশ হবে। অবশেষে ন্যায়বিচার জয়ী হলো। আমি কোনো ভুল করিনি। এটি ছিল নিছক রাজনৈতিক প্রতিপক্ষের ওপর আক্রমণ, যা সফল হয়নি। আমাদের দেশে এখন ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠিত হবে।’

  • কেই/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর