বাংলাদেশের পত্রিকা থেকে
ডান-বাম-শিবির-কওমি সবাইকে নিয়েই কমিটি

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৯:৪৮

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপির যাত্রা
বাংলাদেশের খবরে লিড করা হয়েছে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল চব্বিশের গণঅভ্যুত্থানের নায়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করাই দলটির লক্ষ্য। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জুলাই আন্দোলনের নায়করা। গতকাল সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে দলটি।
সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আখতার হোসেনের নেতৃত্বে এনসিপির ১৫১ সদস্য ঘোষণা করা হয়েছে। শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। মিম আক্তার বলেন, আপনাদের মনে আছে, গত ৫ আগস্ট দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ। সে দুই বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করছি।
নতুন বাংলাদেশ গড়ার শপথ
প্রথম আলো লিড করেছে, নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আত্মপ্রকাশ করল জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘সেকেন্ড রিপাবলিক’ (দ্বিতীয় প্রজাতন্ত্র) প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করা এই দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য।
তাঁরা বলেছেন, সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা ও গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে তাঁদের রাজনীতির অগ্রাধিকার।
গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল জমায়েতের মাধ্যমে তারুণ্যনির্ভর নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র-তরুণেরাই আছেন এই দলের নেতৃত্বে। দলটির আহ্বায়ক হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলাম। সদস্যসচিব হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন।
বিপ্লব থেকে নতুন দল
বাংলাদেশ প্রতিদিন লিড করেছে, জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যমুক্ত সমাজব্যবস্থা কায়েম, সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল, যার নেতৃত্বে থাকছেন বিপ্লবে সামনের কাতারে নেতৃত্ব দেওয়া ছাত্র সমন্বয়করা। গতকাল বিকালে রাজধানীর ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে।
নতুন দল ঘোষণার পর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বাংলাদেশ ও দেশের জনগণের স্বার্থ সামনে রেখে রাষ্ট্র বিনির্মাণ করব। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না।’ গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের মানুষ নতুন করে দেশ গড়ার সুযোগ পেয়েছেন। এ নতুন বাংলাদেশ নির্মাণের দায়িত্ব, যে তরুণরা নিতে চান, তারা ১৯৭১-এর মুক্তিযুদ্ধের আকাক্সক্ষা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করবেন।’ প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকের ঐতিহাসিক সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি। বিগত সময়ে আমরা যারা গণতন্ত্রের কথা বলেছি- তাদের গুম, খুন, হত্যা করে ক্ষান্ত হয়নি বিদেশেও পাঠিয়েছে।
গত ১৫ বছর যারা অত্যাচারিত হয়েছেন তাদের অভিনন্দন।’ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘আমরা রাজনৈতিক দল গঠন করছি তার মূল কারণ হচ্ছে দেশের মাটি ও মানুষের প্রতি আমাদের ওয়াদা।’ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়া হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যতদিন না এ দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হবে, আমরা ততদিন লড়ে যাব। যোগ্যতার ভিত্তিতে দেশের নেতৃত্ব গড়ে উঠবে।’
প্রথম লক্ষ্য নতুন সংবিধান
যুগান্তর লিড করেছে, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নই প্রথম লক্ষ্য-এমনটি জানিয়েছেন ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। তারা বলেন, বাংলাদেশকে সামনে রেখে, এ দেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করতে চাই। আমরা সামনের কথা বলতে চাই।
পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। তারা বলেন, ভারত ও পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই বাংলাদেশে হবে না। সংসদে কে যাবে তা জনগণ নির্ধারণ করবে, ভারত নয়। বিভাজনের রাজনীতির দিন শেষ। আগামীতে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম চালিয়ে যেতে হবে। নেতানির্ভর নয় নীতিনির্ভর বাংলাদেশ হবে।
দলে কোনো পরিবারতন্ত্র থাকবে না। নেতৃত্ব দেওয়ার জন্য ব্যক্তি বা পরিবারের পরিচয় মুখ্য হবে না। ক্ষমতা শুধু কোনো ব্যক্তি বা পরিবারের কাছে কুক্ষিগত থাকবে না। তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ ও দখলদারমুক্ত বাংলাদেশ গড়বে। সেখানে দিনের ভোট রাতে হবে না। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলনে তরুণদের নেতৃত্বে আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’ অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। নতুন এ দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে।
বিপ্লবী তরুণদের নতুন দল
আমার দেশ লিড করেছে, জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গতকাল আয়োজিত বিশাল সমাবেশের মাধ্যমে জুলাই বিপ্লবের তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করেছে। ফ্যাসিবাদী শাসনের বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবন্তের লক্ষ্য নিয়ে দলটির আত্মপ্রকাশ ঘটে।
শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে জুলাইয়ে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মীম আক্তার নতুন জাতীয় নাগরিক পাটি ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করেন। মীম সালাম জানিয়ে শুরু করেন এভাবে-'আপনাদের হয়তো মনে আছে দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ। দুই বোনেরই একজন আমি।
জুলাই বিপ্লবে এমন অসংখ্য ছাত্র-জনতাকে আপনারা লাশ হতে দেখেছেন। এ নৃশংস ঘটনা ঘটিয়েছে খুনি হাসিনা।' এরপর আখতার হোসেন দলটির আংশিক কমিটির নাম ঘোষণা করেন।
ডান-বাম-শিবির-কওমি সবাইকে নিয়েই কমিটি
সমকালে বলা হয়েছে, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে ১০ জন এ দলের শীর্ষ পদে আছেন। গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আখতার হোসেন এ কমিটি ঘোষণা করেন। কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে, মধ্য, ডান, বাম, শিবির, কওমিপন্থি এবং আদিবাসী ও ১৫ নারী স্থান পেয়েছেন।
শীর্ষ ১০ পদে রয়েছেন– আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
এ ছাড়া কমিটিতে ১৬ যুগ্ম আহ্বায়ক, ৩২ যুগ্ম সদস্য সচিব, ১২ যুগ্ম মুখ্য সংগঠক, ৪৪ সংগঠক, ১৪ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং ৪৩ সদস্য রয়েছেন।
দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে শহীদ ইসমাঈল হোসেন রাব্বির বোন মীম আক্তার।
গত কয়েক দিন ধরে শীর্ষ পদগুলো নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামটরে কেন্দ্রীয় কার্যালয়ে সভায় পদ বাড়িয়ে এর সমাধান করা হয়।
নতুন বাংলাদেশ গড়ার ডাক
মানবজমিন লিড করেছে, কোটা সংস্কারের ন্যায্য দাবিতে আন্দোলন, আর সেই আন্দোলনেই কর্তৃত্ববাদী সরকারের দমন-পীড়ন। সহস্র মানুষের প্রাণের বিনিময়ে যে আন্দোলন রূপ নেয় শেখ হাসিনার পতনের আন্দোলনে। নাহিদ ইসলামের চ্যালেঞ্জ শুরু গেল বছরের জুন থেকেই।
ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামে নামা নাহিদ হয়তো চিন্তাও করেননি এক সময় তার ঘাড়েই বর্তাবে দেড় দশকের বেশি সময় ধরে এদেশের মানুষের ওপর চেপে বসা স্বৈরাচারী শাসকের পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়ার। ৩রা আগস্ট ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি বিজড়িত শহীদ বেদি থেকে যেই চ্যালেঞ্জ নাহিদ নিয়েছিলেন সেটি সফলতা লাভ করে দুইদিনের মাথায়। ২৬ বছর বয়সী নাহিদ ৫ই আগস্টের পর দেশের স্বার্থে সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছিলেন। সাড়ে ৬ মাস দায়িত্ব পালন শেষে প্রজন্মের স্বার্থে আবারো ফিরে এসেছেন রাজপথে।
নতুন চ্যালেঞ্জ নিয়েছেন তিনি ও তার সহযোদ্ধারা। বাংলাদেশের ইতিহাসে নয়া রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে তাদের নেতৃত্বে। জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেনস পার্টি- এনসিপি) নামে এ নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে এদেশের গণতন্ত্রের তীর্থস্থান মহান জাতীয় সংসদের সামনে থেকে। মানিক মিয়া এভিনিউয়ে বিশাল সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটা রাজনৈতিক দল এনসিপিও নাহিদদের জন্য নতুন চ্যালেঞ্জ।
রাজনীতির নতুন যাত্রায় নাহিদ ইসলাম ও তার সহযোদ্ধারা কতোটুকু সফল হবেন সেটি সময়ই বলে দেবে। কিন্তু গতকালের বিশাল সমাবেশ থেকে অন্তত জনতার রায় ছিল নাহিদদের প্রতি। যেই জনতা নাহিদকে ইমাম মানেন। সেই জনতাকেই নাহিদ বললেন বৈধতা। নবযাত্রায় নাহিদ বলেছেন, এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। পেছনের ইতিহাস অতিক্রম করে বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই।
জুলাই অভ্যুত্থানের স্লোগান ‘তুমি কে আমি কে, বিকল্প বিকল্প’, সেই স্লোগান থেকেই আজ বিকল্প তৈরির সুযোগ এসেছে। তিনি বলেন, আমরা মনে করি যে বিভাজনের রাজনীতি করে জনগণ ও রাষ্ট্রকে দুর্বল করে রাখা হয়েছিল, জুলাই অভ্যুত্থানে সেই রাজনীতি ভেঙে দিয়েছে। বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না।
লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা
কালের কণ্ঠ লিড করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র লক্ষ্য দেশে ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠা করা। এর জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নকে তারা অন্যতম প্রাথমিক লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে।
লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠানতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষণা দিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আরো বলেছেন, ‘বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থ সামনে রেখে রাষ্ট্র বিনির্মাণ করব।
গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানকারী ছাত্র-জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘আমরা সামনের কথা বলতে চাই। পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই।
এটিআর/