Logo

আন্তর্জাতিক

ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দেওয়া বন্ধ করবে আমেরিকা?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১০:৪২

ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দেওয়া বন্ধ করবে আমেরিকা?

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে মার্কিন অস্ত্র সাহায্য বন্ধ করার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এই উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার, হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক নজিরবিহীন বিতণ্ডায় জড়িয়ে পড়েন। উভয়ের মধ্যে উত্তপ্ত বৈঠকের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। এর পরেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনের জন্য আমেরিকার অস্ত্র সাহায্য বন্ধ হয়ে যেতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। এরপর থেকেই আমেরিকা ও ন্যাটো জোটের সদস্য দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সাহায্য দিতে থাকে। ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার মূল শক্তি ছিল আমেরিকার দেওয়া অস্ত্র। প্রায় দুই সপ্তাহ পর পর বাইডেন প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে, যা দিয়ে ইউক্রেন রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে। যদি আমেরিকা এই অস্ত্র সাহায্য পুরোপুরি বন্ধ করে দেয়, তবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনের জন্য কতটা সম্ভব হবে। তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা সন্দিহান।

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেনের অস্ত্র সাহায্য কমানোর কথা বলছিলেন। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার সময়, ট্রাম্পের শপথ নেওয়ার কয়েকদিন আগে ইউক্রেনকে ১০০ কোটি ডলারের অস্ত্র সাহায্যের নির্দেশ দেন বাইডেন। তবে ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত ওই অস্ত্র পাঠানোর প্রক্রিয়া স্থগিত রেখেছে। ট্রাম্প এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তার প্রশাসনের পক্ষে অস্ত্র পাঠানোর সম্ভাবনা কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মেটাতে শান্তির পথে উত্সাহিত হচ্ছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধ করে রফাসূত্র খোঁজার পরামর্শ দিয়েছেন। কিন্তু, জেলেনস্কির উত্তেজিত প্রতিক্রিয়ায় ট্রাম্প তাকে বলেন, ‘আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন।’ এ মন্তব্যের পর রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে যে, ট্রাম্প ইউক্রেনকে আরও অস্ত্র সাহায্য পাঠাতে আগ্রহী নন। সূত্র : এই সময়

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর