‘ক্ষমা চাইব না, তবে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত সম্ভব’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১০:৪৬

ছবি : ফক্স নিউজ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করা সম্ভব। তবে তিনি তার কাছে ক্ষমা চাইতে প্রস্তুত নন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে আমেরিকান সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, তিনি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন কি না, দুঃখপ্রকাশ করবেন কি না— উত্তরে পরিষ্কার ‘না’ বলেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, ‘ট্রাম্প যদি ইউক্রেনকে সাহায্য না করেন, তবে রাশিয়ার আক্রমণ ঠেকানো আমাদের জন্য কঠিন হবে। তবে আমি বিশ্বাস করি, দুই দেশের মধ্যে সম্পর্ক মেরামত করা সম্ভব, কারণ এটি শুধু দুই প্রেসিডেন্টের সম্পর্কের বিষয় নয়, এটি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়।’
এদিন ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে একটি খনিজ চুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা শুরু হওয়ার পর দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে। ট্রাম্প প্রকাশ্যে অভিযোগ করেন, ‘জেলেনস্কি লাখ লাখ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। তিনি সমঝোতার পথে হাঁটছেন না’— এই অভিযোগের পর চুক্তি বাতিল হয়ে যায় এবং বৈঠক শেষ হয়।
এদিকে ট্রাম্প-জেলেনস্কির মধ্যে উত্তেজনার পর ইউরোপের বিভিন্ন দেশের নেতারা ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, ‘ইউক্রেনের মানুষ শান্তি চায় এবং শান্তির গুরুত্ব তারা ভালো জানে। আমরা তাদের পাশে আছি।’ ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে এবং ইউক্রেন তার স্বাধীনতার জন্য লড়াই করছে।’
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ‘পশ্চিমের শক্তির মধ্যে ভেদাভেদ আমাদের দুর্বল করে তোলে। আমাদের একত্রিত হয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’ ডেনমার্কের বিদেশমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন মন্তব্য করেন, ‘এ ধরনের প্রকাশ্য ঝামেলা ক্রেমলিনের পক্ষে কাজ করে।’
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেস বলেন, ‘ইউক্রেন, স্পেন তোমার পাশে আছে।’পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাক্স বলেন, ‘জেলেনস্কি, ইউক্রেনের বন্ধুগণ, আপনারা একা নন।’
এটিআর/