Logo

আন্তর্জাতিক

কানাডায় রোজা শুরু

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১০:৫১

কানাডায় রোজা শুরু

সব অপেক্ষার অবসান ঘটিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। রমজানকে স্বাগত জানাতে বিশ্বের সব মুসল্লি একত্রিত হয়ে নিজেদের প্রস্তুতিমূলক তারাবিহ নামাজ সম্পন্ন করেছেন।

উত্তর আমেরিকার দেশ কানাডায় কানাডার স্থানীয় সময় শুক্রবার রাতে প্রথম তারাবি নামাজ সম্পূর্ণ হয়েছে। শনিবার থেকে রোজা শুরু হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো মূলত জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করা হয়ে থাকে। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদের জন্ম হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে কানাডার ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে বিভিন্ন দেশের প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীরা একত্রিত হয়ে তারাবির নামাজ আদায় করেন। এ সময় যুদ্ধ বন্ধসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আকরাম জুম্মা মসজিদের সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ তারাবিহ নামাজ শেষে মুসলিম উম্মাহর উদ্দেশ্য পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোকপাত করেন। রমজান মাসকে যথাযথভাবে পালন করার আহ্বান জানান তিনি।

এলএন/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর