Logo

আন্তর্জাতিক

যে গ্রামে নারীদের দেখলে ভয়ে কাঁপেন পুরুষরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১১:৩৮

যে গ্রামে নারীদের দেখলে ভয়ে কাঁপেন পুরুষরা

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার মহিলারা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এক সময় যেখানে মদের কারবার এবং মাতালের দৌরাত্ম্যে গ্রামের পরিবেশ অস্থির হয়ে উঠেছিল, সেখানে এখন পুরুষরা ভয়ে কাঁপে তাঁদের উপস্থিতি দেখলে। এ সবই সম্ভব হয়েছে গ্রামের গৃহবধূদের এক অদম্য আন্দোলনের মাধ্যমে।

গ্রামে মদের ব্যবসা চলছিল রমরমিয়ে। কিন্তু পুলিশের কাছে বারবার অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হচ্ছিল না। মদ পানের পর এক যুবকের মৃত্যুর পর মহিলারা সিদ্ধান্ত নেন, আর বসে থাকলে চলবে না। তাদেরকেই রাস্তায় নেমে লাঠি হাতে মদ ব্যবসার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে। এর পর থেকেই গ্রামে মদের বিক্রি করলে পুরুষরা তাদের হাত থেকে লাঠির ঘা খেতে শুরু করল। প্রকাশ্যে মদ খেলে মিলত মহিলাদের হাতে মার।

এক মহিলা জানান, রাতে বাড়ি থেকে বেরনো যেত না। শুধু মদের গন্ধ আর মাতালের উৎপাত। তবে এখন পরিস্থিতি অনেক বদলেছে। মহিলারা গ্রামে শান্তি ফিরিয়ে এনেছেন। মদ বন্ধ করতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন।

গ্রামটি চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের চাঁদুর গ্রাম। যেখানে প্রায় ৭০০ পরিবার বাস করে। এখানকার মহিলাদের আন্দোলন পুলিশি কার্যক্রমের তুলনায় অনেক বেশি কার্যকরী হয়েছে। আগে পুলিশ আসলেও মদ বিক্রেতারা তখনই সরে যেত। কিন্তু মহিলাদের অভিযানে তাদের আর পালানোর সুযোগ ছিল না। এক ব্যক্তির মতে, ‘মহিলাদের হাতে মার খেয়ে আমি মদ ছেড়েছি। রাস্তায় দেখলেই মহিলারা মারতে আসে।’

এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন মনোহরপুর ৬/২ গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধান মাধুরী সিং। তিনিসহ গ্রামের মহিলারা এমন এক কাজ করে দেখিয়েছেন যা অন্য গ্রামগুলির জন্যও এক অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসও। তিনি বলেছেন, ‘যদি কোনো অভিযোগ আসে, তবে ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র : টিভি৯

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর