-67c2b87c3c973.jpg)
আসন্ন রমজানে বিশেষ অভিযান ‘অল আউট অ্যাকশন’ শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এ কথা জানিয়েছেন। ডিবি পরিচয়ে কেউ সাদা পোশাকে তুলে নিলে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত 'পবিত্র মাহে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশে ডিবি কর্তৃক পরিকল্পিত কার্যক্রম' সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।
তিনি বলেন, ‘ ডিবি পরিচয়ে কেউ কখনো সাদা পোশাকে তুলে নিলে আমাদের জানাবেন। দেশে শান্তি থাকলে শান্তি থাকবে জনগণ। চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। আমরা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেছি।’
রেজাউল করিম মল্লিক বলেন, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। এই সময় মার্কেট শপিংমল বাস টার্মিনালসহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে সাধারণ মানুষের চাপ বাড়ে। এসব এলাকায় যাতে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছদ্মবেশে ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তিনি বলেছেন, বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’ চালানো হবে। আমরা যেমন সাধারণ মানুষের আস্থা হতে চাই, তেমন অপরাধীদের জন্য হতে চাই আতঙ্ক। এই মূলনীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, ‘আমাদের গোয়েন্দা রিপোর্ট বলছে, যারা চুরি, ছিনতাই ও ডাকাতিতে জড়িত, তাদের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের অনেকেই কিশোর গ্যাং। তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আমাদের কাজ হচ্ছে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা। আমরা আশা করছি, আরও উন্নতি করব।’
ডিবি প্রধান বলেন, ‘যেকোনো অপরাধের বিরুদ্ধে আমরা গ্রহণ করেছি জিরো টলারেন্স নীতি। যেকোনো অপরাধী হোক, ডিবির জালে ধরা পড়তেই হবে। মানুষ যেন পবিত্র রোজা স্বস্তিতে পালন করতে পারে, সেজন্য ডিবি বদ্ধপরিকর।’
ডিআর/এনএমএম/এমজে/এমএইচএস