Logo

বিনোদন

আমিও আল্লাহর ভক্ত, আজান শুনলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:১৬

আমিও আল্লাহর ভক্ত, আজান শুনলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক বিশেষ বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। 

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জন্মদিনে মা-বাবার সঙ্গে বৃন্দাবন পাড়ি দেন সৌমিতৃষা কুণ্ডু। সেখানে বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কার্যক্রমের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। 

বিশেষ করে শিবরাত্রি পালনের ছবি দেখে এক মুসলিম অনুরাগী সৌমিতৃষাকে নিয়ে মন্তব্য করেন।

তিনি লিখেন, ‘আমি মুসলিম, তবে আপনার খুব বড় ভক্ত। ঈশ্বরের প্রতি আপনার ভক্তি দেখে ভালো লাগল। আমি আল্লাহর কাছে দোয়া করব, যাতে তিনি আপনাকে এবং আপনার পরিবারকে ভালো রাখেন। আমিন, বাংলাদেশ থেকে ভালোবাসা। কাকু-কাকিমাকে আমার সালাম।’

ভক্তের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী লিখেন, ‘আমিও আল্লাহর ভক্ত। আমার কানে যখনই আজানের শব্দ আসে, আমার গায়ে কাঁটা দেয়। আপনাকেও ওয়ালিকুম সালাম।’

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর