-67c2a96d9693b.jpg)
বগুড়া সদরের সাবগ্রামে মধ্যরাতে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাবগ্রাম ইউনিয়নের সাবগ্রাম মধ্যপাড়ায় এই নৃশংস ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ মার্চ) ভোরে মেয়ে ছকিনা বেগম (৩৫) এবং পরে মা আনোয়ারা বেগম (৫৮) মৃত্যু হয়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বজনদের অভিযোগ, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে ছকিনার বিয়ের ৭ বছর পর পারিবারিক কলহের কারণে প্রায় ১ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। শুক্রবার রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে আহত করে এবং বাধা দিতে গেলে ছকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করে। মা-মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছকিনা ও আনোয়ারা মারা যান।
স্থানীয়দের মতে, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই টাকা-পয়সা নিয়ে তার স্ত্রী ছকিনার সঙ্গে ঝগড়া করতেন। ছকিনার সাথে বিচ্ছেদের পরও রুবেল তার মায়ের বাড়িতে এসে ঝগড়া করত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ঘটনার পর পরই পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ঘাতক পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।
এমএইচএস