
ছবি : সংগৃহীত
জাতীয় ভোটার দিবস উপলক্ষে আগামীকাল (২ মার্চ) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১ মার্চ) নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, রোববার সকাল সোয়া ৯টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার, ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধি, সুশীল সমাজের পর্যবেক্ষক এবং জুলাই আন্দোলনে আহত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এরপর বেলা ১১টায় নির্বাচন ভবনের বেজমেন্টে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন, নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৯৩২ জন।
গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন ইসির কর্মীরা। এ প্রক্রিয়ায় ৫০ লাখ ৯০ হাজার ৩৭ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে, যাদের নিবন্ধন শেষে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এসআইবি/এটিআর