Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে মাদ্রাসার ৬০ প্রাক্তন ছাত্রকে সংবর্ধনা

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৬:৪৬

লক্ষ্মীপুরে মাদ্রাসার ৬০ প্রাক্তন ছাত্রকে সংবর্ধনা

ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুরে দক্ষিণ মজুপুর এমদাদুল উলুম কওমী মাদ্রাসার প্রাক্তন ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।  

পরে কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী ওমর আবদুল্লাহসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।  

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটতলী আশরাফুল মাদারেস লক্ষ্মীপুরের পরিচালক মাওলানা মামুনুর রশীদ।  

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আজহার মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আবু সালমান, মাদ্রাসার সভাপতি মনোয়ার হোসেন মানিক পাটোয়ারী, সহসভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন প্রমুখ।  

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামিয়া ক্লথ স্টোরের স্বত্বাধিকারী মাওলানা আবদুল আজিজ।মোস্তাফিজুর রহমান টিপু/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর