Logo

সারাদেশ

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩

Icon

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৫:৩৪

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) দুপুরে  টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান  নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার সাব্বির হোসেন (৩৪), সিহাব সরকার (২৭) ও জাহাঙ্গীর আলম (৩৭)। তাদের কাছ থেকে লুট হওয়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ১৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, রোববার রাতে সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে গত ২০ মে রাত সাড়ে ১১টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে রংপুরগামী আল ইমরান পরিবহনের একটি বাস টাঙ্গাইলের এলেঙ্গা পার হওয়ার পর যাত্রীবেশী ৮-১০ জন ডাকাত বাসটি দখল করে নেয়। তারা ছুরি ও দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের মালামাল লুট করে এবং নারীদের শ্লীলতাহানির অভিযোগও রয়েছে।

পরে বাসটি নিয়ে সাভার-আশুলিয়া এলাকায় কয়েকবার চক্কর দেয় ডাকাতরা।

গ্রেপ্তারদের সাতদিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

রেজাউল করিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর