স্টুডিও ভাঙচুরের অভিযোগ
কুয়াকাটায় ইউএনও’র পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৫, ২০:৫৪
ছবি : বাংলাদেশের খবর
কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্টুডিওর মালামাল জব্দ ও ভাঙচুরের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদত্যাগ দাবিতে ঝাড়ু মিছিল করেছেন ফটোগ্রাফার ও স্টুডিও মালিকরা।
মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়াকাটা মহাসড়কে এ মিছিল করেন তারা। এতে অংশ নেওয়া স্টুডিও মালিকরা ইউএনও রবিউল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন।
এর আগে বিকেল ৫টার দিকে সৈকতে স্থাপিত স্টুডিও বন্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কয়েকটি স্টুডিওর তালা ভেঙে কম্পিউটার, প্রিন্টার, আইপিএসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
প্রশাসনের দাবি, পর্যটকদের অভিযোগের ভিত্তিতে বীচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব স্টুডিও বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়েও স্টুডিও না বন্ধ করায় অভিযান চালানো হয়েছে।
তবে স্টুডিও মালিকদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ বা সময় না দিয়ে হঠাৎ অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার মালামাল ‘লুট’ করে নেওয়া হয়েছে। তারা ইউএনওর বিরুদ্ধে লুটপাট ও দমনমূলক আচরণের অভিযোগ তুলে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এআরএস

