Logo

সারাদেশ

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:৫১

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। সোমবার দিবাগত মধ্যরাত (৪ মার্চ) থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ডুলুরা বিওপি থেকে ১টি বাংলাদেশী স্টিলবডি নৌকা, ১০৯০ কেজি ভারতীয় চিনি, ৭৮ কেজি ভারতীয় জিরা এবং ৮৪০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করা হয়।

এ ছাড়া চাঁনপুর বিওপি থেকে ৭৫০ কেজি ভারতীয় ফুসকা, মাছিমপুর বিওপি থেকে ৩২৪ কেজি ফুসকা ও ২২ কেজি ভারতীয় চিনি এবং চারাগাঁও বিওপি থেকে ২০০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, ‘সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মালামাল শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।’

আব্দুল হালিম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর