
প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মুম্বইয়ের একাধিক বিলাসবহুল সম্পত্তি বিক্রির খবরে নতুন কল্পনা-জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি অভিনেত্রী তার অন্ধেরির একটি বিলাসবহুল আবাসনের চারটি ফ্ল্যাট বিক্রি করেছেন। এসব ফ্ল্যাটের মোট মূল্য ছিল ১৬ কোটি ৭০ লাখ টাকা। এর আগে ২০২৩ সালে লোখণ্ডওয়ালায় দুটি পেন্টহাউস এবং ২০২১ সালে ভারসোভায় দুটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি।
এখন প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা কি বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন? গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা বলেছিলেন, তিনি এক সময় বলিউডে গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছিলেন। ফলে তিনি বলিউড থেকে সরে গিয়েছিলেন। তার এই বক্তব্যের পর তার মুম্বাইয়ে একের পর এক সম্পত্তি বিক্রি করায় এই ধারণা আরও জোরালো হয়েছে।
২০১৮ সালে মার্কিন পপতারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর থেকে প্রিয়ঙ্কা লস অ্যাঞ্জেলেসে স্থায়ী বসবাস করছেন। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির পর থেকে এখনো পর্যন্ত কোনো হিন্দি ছবিতে তাকে দেখা যায়নি।
এমজে