Logo

সারাদেশ

আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক খালেক গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:৫৩

আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক খালেক গ্রেপ্তার

আব্দুল খালেক মোল্লা

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল খালেক মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খালেক মোল্লা আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মুছা মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় হতাহতদের পরিবারের দায়ের করা একাধিক মামলায় খালেক মোল্লা অভিযুক্ত। সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর জানান, গ্রেপ্তার খালেক মোল্লাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

হাসান ভুঁইয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর