Logo

সারাদেশ

‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৯:৫২

‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

বিএনপি নেতার মুখে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় সুনামগঞ্জ জেলা বিএনপি থেকে এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক যৌথ স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পত্র প্রেরণ করেছেন।

বহিষ্কৃত বিএনপি নেতার নাম হাসমত আলী। তিনি দিরাই পৌর যুবদলের সাবেক সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সোমবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির ফেসবুক পেজ ও কলিম উদ্দিন আহমদ মিলনের ফেসবুক পেজে এ বহিষ্কারাদেশ সংক্রান্ত পত্র পোস্ট করা হয়।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন হাসমত আলী। সভার শেষে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন, যা পরে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে হাসমত আলী জানান, বক্তব্য দেওয়ার সময় তিনি জ্বরে ভুগছিলেন এবং ভুলবশত ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। তিনি বলেন, দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। সারাজীবন শহীদ জিয়ার আদর্শে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলাম।

আব্দুল হালিম/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর