Logo

আন্তর্জাতিক

বৈঠকে প্রধান উপদেষ্টাকে কী বললেন মোদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৬:৪৮

বৈঠকে প্রধান উপদেষ্টাকে কী বললেন মোদি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শুক্রবার (৪ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে মোদি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারকে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব। তিনি জানান, বাংলাদেশ এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে, তবে এ বিষয়ে ভারত এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন এবং উসকানিমূলক বক্তব্য এড়িয়ে চলার পরামর্শ দেন। দুই দেশের স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক রক্ষার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে বলে জানা গেছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর