দ্রুত নির্বাচনী আচরণবিধি প্রকাশ করা হবে : ইসি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৩:৩৫

ছবি : বাংলাদেশের খবর
আচরণ বিধিমালা খসড়া প্রায় চূড়ান্ত করেছি। কমিশন অনুমোদন দিলে তা দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
সোমবার (৭ এপ্রিল) নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ইসি বলেন, ‘আচরণ বিধিতে স্থানীয় সরকার নির্বাচন সংস্কারের প্রস্তাবগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে ইসি।’
তিনি বলেন, ‘নির্বাচন ব্যয় ন্যূনতম রেখে সুশৃঙ্খল নির্বাচনের ব্যবস্থা করার বিষয়টি আচরণ বিধিমালায় রয়েছে। নির্বাচনী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হয়। এ বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে।’
নতুন দল নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত নতুন দল নিবন্ধনের সময় রয়েছে। এখন পর্যন্ত একটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। সময় শেষে বোঝা যাবে কয়টি দল নিবন্ধন চায়।’
নির্বাচনের সীমা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ‘সীমানা নির্ধারণের জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। যদি সীমানা নির্ধারণ প্রস্তাব মন্ত্রীসভায় পাস না হয় তাহলে বর্তমান সীমানা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এসআইবি/এমআই