• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

দুর্ঘটনা

তাড়াশে বাস উল্টে পথচারীর মৃত্যু

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০২২

সিরাজগঞ্জের তাড়াশ মহাসড়কে ওভারটেকিং করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে টিকিট কাউন্টারে ঢুকে গেলে একজন পথচারীরসহ ৫জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে বগুড়া চিকিৎসার জন্য নেয়ার পথে আব্দুস সালাম নামে এক পথচারীর মৃত্যু হয়।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম উপজেলার শাকোইদিঘী গ্রামের গোলাবার হোসেন ছেলে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ কেটিসি পরিবহন নামের একটি বাস ওভারটেকিং করতে গিয়ে মহিষলুটি বাজারের একটি টিকিট কাউন্টারের দোকানে ঢুকে পড়ে। এতে পথচারী আব্দুস সালামসহ ৫জন আহত হয়েছেন। পরে আহতদের মধ্যে বগুড়া চিকিৎসার জন্য নেয়ার পথে আব্দুস সালাম রাত সাড়ে ৯টার দিকে মারা যান।

ঘাটিকুমরুল- হাইওয়ের থানার ওসি লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হানিফ পরিবহনের ঢাকা থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো ব-১৪-৯৩৩৫) একটি বাস ওভার টেকিং করার সময় রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এতে একজন মারা যান। বাসটি জব্দ করা হয়েছে। মামলা দায়ের করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads