Logo

রাজনীতি

রুহুল কবির রিজভী

জনগণ ক্ষমা করলে আ.লীগের রাজনীতি নিয়ে আমাদের আপত্তি নেই

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৬:০২

জনগণ ক্ষমা করলে আ.লীগের রাজনীতি নিয়ে আমাদের আপত্তি নেই

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আমাদের আপত্তি নেই, যদি তাদের বিরুদ্ধে দায়েরকৃত হত্যাকাণ্ড ও লুটপাটের অভিযোগের বিচার নিশ্চিত হয় এবং জনগণ তাদের ক্ষমা করে দেয়।’ 

তিনি আরও বলেন, ‘তবে বিচারের পর যদি আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চায় এবং তাদের মধ্যে কোনো সৎ, অপরাধমুক্ত নেতৃত্ব আসে, তাহলে তাদের রাজনীতি করার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর উত্তরা দক্ষিণখান এলাকার হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘যারা জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত ছিল, তাদের বিচার নিশ্চিত করা উচিত। যাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই, তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয়, তবে আমাদের কোনো সমস্যা নেই।’ 

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘যারা ছাত্র হত্যা করেনি, যারা অর্থ লুটপাটের সঙ্গে জড়িত নয়, এমন সৎ ব্যক্তির নেতৃত্বে আসলে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না?’

বিএনপির এই সিনিয়র নেতা দেশবাসীকে সতর্ক করে বলেন, ‘যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার হওয়া জরুরি। একই সঙ্গে দেশে কোনো ফ্যাসিবাদের উত্থান যাতে না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর