Logo

জাতীয়

দুই জাহাজের সংঘর্ষ

নিখোঁজ জেলের খোঁজে কোস্ট গার্ড

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৭:৪৭

নিখোঁজ জেলের খোঁজে কোস্ট গার্ড

নিখোঁজ জেলের খোঁজে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করছে /ছবি : বাংলাদেশের খবর

মোংলার করমজলে ‘এমভি মিজান’ ও ‘এমভি এরা স্টার’ নামক দুইটি জাহাজের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ একজনের উদ্ধারে অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।

 

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, শুক্রবার (১ নভেম্বর) রাতে মোংলা বন্দর সংলগ্ন করমজল এলাকায় কয়লা বহনকারী ‘এমভি মিজান’ ও এলপিজি বহনকারী ‘এমভি এরা স্টার’ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এমভি মিজানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। জাহাজ দুটির সংঘর্ষের সময় পাশে থাকা একটি ফিশিং বোটে ধাক্কা লাগলে ওই বোটের জেলে লোকমান হাওলাদার (১৮) নদীতে পড়ে নিখোঁজ হয়।

 

নিখোঁজ লোকমান খুলনার দাকোপ থানার রুয়ো কাটা গ্রামের বাসিন্দা।

 

মোংলা বন্দর কর্তৃপক্ষ কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করে। তাৎক্ষণিক কোস্ট গার্ডের দুটি টহল বোট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্ট গার্ডের দুটি টহল টিমের উদ্ধার অভিযান চলছে।


ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর