• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
রৌমারী সীমান্তে ১ গরু ব্যবসায়ী আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রৌমারী সীমান্তে ১ গরু ব্যবসায়ী আটক

  • কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গাছবাড়ী সীমান্ত থেকে ১ গরু ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোররাতে গাছবাড়ী সীমান্তে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ইটালুকান্দা গ্রামের মৃত লবুল্লার পুত্র মোঃ নুর ইসলাম (৪৫)।

বিজিবি সূত্র জানায়, দাঁতভাংগা বিওপির হাবিলদার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষে টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৫২/৬-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাছবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে কাটাতাঁরের বেড়ার উপর দিয়ে বাঁশের আড়কির সাহায্যে গরু পারাপারের সময় ওই গরু চোরাকারবারিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা।

এসময় সাথে থাকা ২টি ভারতীয় গরু এবং ০১টি হাসুয়া উদ্ধার করে বলেও জানায় বিজিবি।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীকে জব্দকৃত মালামালসহ রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি’র হাতে আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করা হয়েছে বলে জানায় রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads