• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

হিলিতে ভারতফেরত ১ যাত্রী করোনা পজিটিভ

  • মোঃ লুৎফর রহমান, হিলি প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মে ২০২১

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফেরত আসা ভারতে আটকাপড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের মধ্যে ১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

হাকিমপুর উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাদ্দাফি জানান, রোববার দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে ৪ জন যাত্রী ভারত থেকে দেশে প্রবেশ করেন। এসময় তাদের করোনা পরীক্ষা করার পর এদের মধ্যে পুরুষ ১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। এরপর তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে এবং অন্য ২ জনকে দিনাজপুর সদর হাসপাতালে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা ঢাকায় নমুনা পরীক্ষা করার পর জানা যাবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ সেকেন্দার আলী জানান, গত বুধবার থেকে রোববার দুপুর আড়াইটা পর্যন্ত ৮০ জন বাংলাদেশি দেশে ফিরেন। তারা বিভিন্ন সময়ে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে করোনার কারণে আটকা পড়েন। পরে ১৬ মে থেকে এসব আটকাপড়াদের দেশে আসার অনুমতি দেয় বাংলাদেশ সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads