• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সিরাজগঞ্জ সদর হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানুলা প্রদান

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১২ আগস্ট ২০২১

করোনা পরিস্থিতিতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে একটি হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানুলা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে বিএসআরএম গ্রুপের পক্ষ থেকে সিভিল সার্জন ডাঃ রাম পদ রায় এর নিকট একটি হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানুলা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের জোনাল সেলস হেড উত্তরবঙ্গ মোঃ মোস্তাফিজুর রহমান, বগুড়া রিজিওনাল সেলস ইনচার্জ ফেরদৌস মোহাম্মদ সদরুল হক চৌধুরী।

করোনা পরিস্থিতিতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানুলা বিতরণ করায় বিএসআরএম গ্রুপকে ধন্যবাদ জানিয়েছে সিভিল সার্জন ডাঃ রাম পদ রায়।

এ ব্যাপারে বিএসআরএম গ্রুপের জোনাল সেলস হেড উত্তরবঙ্গ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর জন্য বিএসআরএম গ্রুপের পক্ষ থেকে সারা বাংলাদেশে বিভিন্ন সরকারি হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানুলা বিতরণ করার উদ্যোগ নিয়েছে। তিনি আরো জানান, করোনা রোগীদের জরুরী চিকিৎসায় এটি ব্যবহৃত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads