• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
আখাউড়ায় স্বাস্থ্য বিধি অমান্য করায় ১২ জনকে জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় স্বাস্থ্য বিধি অমান্য করায় ১২ জনকে জরিমানা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা স্বাস্থ্য বিধি অমান্য করে বাজারে ঘুরাফেরা করায় ১২ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার  পৌরশহরে সড়ক বাজার, খড়মপুর, বাইপাস এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে ১২টি মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। এ কাজে পুলিশ সার্বিকভাবে সহায়তা করেন।

আদালত সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালা পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব বজায় না রেখে ঘুরাফেরা করার দায়ে ১২ জনকে বিভিন্ন অর্থ দন্ড প্রদান করা হয়।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আদালত পরিচালনা কর হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads