• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
ভারমুক্ত হবে হালুয়াঘাট আ.লীগ, আশা নেতাকর্মীদের

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ভারমুক্ত হবে হালুয়াঘাট আ.লীগ, আশা নেতাকর্মীদের

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মে ২০২২

দীর্ঘ ৯ বছর পর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ৩১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ সম্মেলন ও কমিটি গঠনকে ঘিরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। ইতোমধ্যে পদপ্রত্যাশী নেতারা সম্মেলন সফল করার আহবান জানিয়ে উপজেলার বিভিন্ন এলাকাসহ সম্মেলনের স্থান প্রমোদ মানকিন অডিটোরিয়াম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী রাংরাপাড়া , ফেস্টুন, ব্যানার, তোরণ ও বিলবোর্ড লাগিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৩ সালে হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এ সম্মেলনে ময়মনসিংহ -১ সংসদ সদস্য প্রমোদ মানকিন সভাপতি ও অধ্যক্ষ খোরশেদ আলম ভূঁইয়া সাধারণ সাম্পাদক হন। ২০১৬ সালের ১১ মে দায়িত্বে থাকার সময় তৎকালীন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন মারা যান। সে সময় দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ অদ্যবধি পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতেছেন। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ খোরশেদ আলম ভূঁইয়া ২০১৯ মারা যান। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর থেকে দলের ভারপ্রাপ্ত দায়িত্বে দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় তারাই দায়িত্ব পালন করছেন। তবে সম্মেলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলছে প্রচার প্রচারণা।

উপজেলায় চা দোকানে চলছে আলোচনা। দলের সাধারণ নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, এবার আমাদের হালুয়াঘাট উপজেলা হবে ভারমুক্ত। দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ করে জানা যায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে, ময়মনসিংহ -১ আসনের সংসদ সদস্য, ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য মিঃ জুয়েল আরেং এমপিকে সভাপতি হিসেবে দেখতে চান দলের নেতাকর্মীরা, অন্যদিকে দলের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম ব্যাগ, এবার ভারমুক্ত হয়ে সভাপতি হওয়ার আগ্রহ পোষণ করেছেন।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ভারমুক্ত হয়ে সাধারণ সম্পাদক হওয়ার আশা পোষণ করেছেন। একই পদে হালুয়াঘাট পৌরসভার মেয়র আওয়ামী লীগ ও সকল শ্রেণী পেশার মানুষের আস্থা ভাজন খাইরুল আলম ভূঁইয়া সাধারণ সম্পাদক হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, এছাড়া দলের উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খুকন আগ্রহ প্রকাশ করেছেন।

পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঁইয়া বলেন, উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীসহ সকল শ্রেণি পেশার মানষের আগ্রহে আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি।

ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বলেন, আমি ভারমুক্ত হয়ে সভাপতি হতে চাই। সংসদ সদস্য জুয়েল আরেং বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা যে সিদ্ধান্ত নেবেন আমরা মেনে নেব।

হালুয়াঘাট উপজেলার একাধিক ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী বাংলাদেশ খবরকে জানিয়েছে, দীর্ঘ সময় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন না হওয়ায় নেতাকর্মীরা অনেকটা ঝিমিয়ে পড়েছেন ও নতুন নেতৃত্ব তৈরির বিষয়ে বাধাগ্রস্ত হয়। তবে এ সম্মেলনের মাধ্যমে ত্যাগী নেতাদের কেন্দ্র মূল্যায়ন করবে বলে তারা মনে করেন।

এছাড়া হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে সবাই আওয়ামী লীগ করে; সব দলের লোকই এখন আওয়ামী লীগে ভিড় জমাচ্ছেন। এই অতিথি পাখি, হাইব্রিড, আওয়ামী লীগে আসার একটা সুযোগ নিচ্ছে। এই রাহুগ্রাস থেকে দলকে বাঁচাতে হবে একটা সুসংগঠিত আওয়ামী লীগ দরকার। এটাই আমাদের কামনা। পরিক্ষিত নেতাকর্মীদের কমিটিতে স্থান দেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads