• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
সিরাজদিখানে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সিরাজদিখানে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মে ২০২২

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় বিক্রমপুর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেনশন সেন্টার ও ইছাপুরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে দুটিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর।

এ সময় নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ডায়াগনস্টিক সেন্টার দুটিকে সব রকম কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় উপন্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা,এসআই মো.মাসুদ মিয়া।

বিক্রমপুর ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেনশন সেন্টারের মালিক মো. শাহিন হোসেন দিদার বলেন, আমি অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করেছি। এখনো অনুমোদন হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, যেসকল অবৈধ ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলো কে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে বন্ধ করে দেওয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads