• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
সম্পন্ন হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

আখাউড়ায় ছোটদের বড় আয়োজন

সম্পন্ন হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুন ২০২২

আয়োজনটা ছিল বিশাল কিন্তু নির্বাচনটা ছিল ক্ষুদে শিক্ষার্থীদের। আয়োজনে প্রধান নির্বাচন কশিনার প্রিসাইডিং-সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার পুলিশ আনসার হিসাবে যারা ছিলেন তাদের সবাই ছিল ক্ষুদে শিক্ষার্থীরা।  ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে লিফলেট, ক্যাম্পেইন সবই করেছে প্রার্থীরা। স্কুলে জাতীয় নির্বাচনের আদলে বসানো হয়েছে বিদ্যালয়ে গোপন বুথ। ব্যালট বাক্স, ব্যালট পেপার,ছাপানো হয়েছে প্রার্থীদের নামে। দেওয়া হয়েছে পোলিং এজেন্টও সেই সাথে রয়েছে অমোচনীয় কালি ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী নির্বাচনের পরিবেশটা ছিল জাতীয় নির্বাচনের ন্যায়। বিদ্যালয় ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
বৃহস্পতিবার বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পযর্ন্ত চলে তাদের ভোট। বিদ্যালয়ের শিক্ষার্থীরা সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের নেতা নির্বাচিত করেন। তবে এ নির্বাচনে ভোটগ্রহন থেকে শুরু করে সব কিছুই

শিক্ষার্থীরাই এসব কাজের দায়িত্ব পালন করেন। পৌরশহরসহ উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রতিটি বিদ্যালয়ে শিশুদের প্রত্যক্ষ ভোটে ৭জন প্রার্থী নির্বাচিত হন। এই ৭ জন কাউন্সিলের নেতৃত্বে স্কুলের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।

ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে লিফলেট, ক্যাম্পেইন সবই করেছে প্রার্থীরা। স্কুলে জাতীয় নির্বাচনের আদলে বসানো হয়েছে বিদ্যালয়ে গোপন বুথ। ব্যালট বাক্স, ব্যালট পেপার, ছাপানো হয়েছে প্রার্থীদের নামে। দেওয়া হয়েছে পোলিং এজেন্টও। নানা আয়োজনে নির্বাচন সম্পন্ন করা হয়। জাতীয় নির্বাচনের ন্যায় ভোটারদের আঙ্গুলে দেয়া হচ্ছে অমচোনীয় কালির ছাপও।

পৌর শহরের খড়মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,আনোয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ক্ষুদে ভোটারদের দীর্ঘ লাইন। তারা সারিবদ্ধ লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছে। ভোটারদের জন্য প্রিসাইডিং-সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার পুলিশ, আনসারসহ সবই নিরেয়াজিত ছিল। তবে এদের সবাই ছিল শিক্ষার্থী। এসব কাজের সার্বিক ভাবে সহায়তা করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা।

এদিকে মো: আফজাল হোসেন , সিনথিয়া আক্তার ও জুঁই নামে একাধিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা বলেন, বড়দের আদলে সুন্দর ভাবে তারাও বিদ্যালয়ে প্রতিনিধিত্ব নির্বাচন করছেন। তারাই বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধা অসুবিধাগুলো দেখবেন। বিদ্যালয়ে প্রতিনিধিত্ব তৈরীতে ভোট দিতে পেরে তারা খুবই খুশি বলে জানায়।

খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাধান শিক্ষক মাহমুদা আক্তার বলেন, বিদ্যালয়ে শিশুদের অধিকার দায়িত্ব ও গতিশীল নেতৃত্ব তৈরীতে ধারণা দিতে মূলত এ নির্বাচনের আয়োজন করা হয়। তিনি বলেন তৃতীয় ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ভাবে এবং আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা তাদেরে ভোটাধিকার প্রয়োগ করেন।

আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফুর রহমান বলেন, পৌরশহরসহ উপজেলার ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন হয়েছে। বিদ্যালয়গুলোতে ৭টি পদে মূলত ভোট হয়। শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলতে এ নির্বাচনের আয়োজন।

তিনি আরো বলেন নির্বাচিত এসব প্রতিনিধিরা স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক পরিস্কার পরিচ্ছন্নতা আপ্যায়নসহ বিভিন্ন কাজে সার্বিক ভাবে বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা করবেন। তাছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় তারা তাদের দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads