Logo

সারাদেশ

শ্রীপুরে বিএনপি সভাপতিকে শোকজ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:৫৬

শ্রীপুরে বিএনপি সভাপতিকে শোকজ

গাজীপুরের শ্রীপুরে দলের বর্ধিত সভায় উপস্থিত না হয়ে টেন্ডারবাজিতে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (০১ মার্চ) রাতে জেলা বিএনপি তাকে এ নোটিশ দেয়।

জেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত ওই নোটিশের জবাব ৪৮ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে। এতে তার বিরুদ্ধে দলের গুরুত্বপূর্ণ বর্ধিত সভায় অনুপস্থিত থাকার অভিযোগ আনা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলটির অন্যান্য নেতাকর্মীর সঙ্গে শাহজাহান ফকিরের উপস্থিত থাকার বাধ্যবাধকতা ছিল। 

নোটিশে বলা হয়, দলের দায়িত্বশীল নেতা হয়েও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে বর্ধিত সভায় উপস্থিত না হয়ে স্থানীয় একটি হাটের টেন্ডার জমা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন তিনি। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এটি দলটির শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ ঘটনায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এর আগে উপজেলার বরমী ডিগ্রি কলেজের এডহক কমিটিতে সভাপতি পদে মনোনীত হন শাহজাহান ফকির। তবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যাচাই না করেই তাকে সভাপতি হিসেবে প্রস্তাব পাঠানোর দায়ে কলেজটির অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। একই নোটিশে এডহক কমিটির পদটিও স্থগিত করা হয়।

এ প্রসঙ্গে বক্তব্য জানতে শনিবার রাতে ও রোববার সকালে শাহজাহান ফকিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে বরমী ডিগ্রি কলেজের পদ স্থগিত প্রসঙ্গে তিনি আগেই বলেছিলেন, ‘পদ স্থগিতের পর নতুন কমিটির প্রস্তাব পাঠানো হয়েছে।’

সোহেল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর