গ্রাহককে শারীরিক নির্যাতন, ঝিনাইদহ পৌরসভার ৬ কর্মচারী বরখাস্ত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৯:৫৫

ছবি : বাংলাদেশের খবর
গ্রাহককে শারীরিক নির্যাতন করায় ঝিনাইদহ সদর পৌরসভার দৈনিক হাজিরা ভিত্তিক ৩ কর্মচারীকে অব্যাহতি ও আরও ৩ কর্মচারীক সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (২ মার্চ) পৌরসভার অফিস নোটিশে এ নির্দেশ জারি করা হয়। নিদের্শ দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের ঝিনাইদহের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায়।
নোটিশ সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি সকালে ঝিনাইদহ পানি সরবরাহ শাখায় হামদহ ট্যাংকি পাড়ার সফি উদ্দিন নামের এক গ্রাহক বিল দিতে আসে। তার সাথে বিবাদে লিপ্ত হয়ে শারীরিকভাবে নির্যাতন করে রক্তাক্ত করে। এ বিষয়ে পৌরসভা এক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী নিয়মিত কর্মচারী বাজার আদায়কারী নাজির মো. ইমরান, পাম্প মিস্ত্রি মো. খালেকুজ্জামান, হাউজ প্রহরীকে মো. রিপনকে সাসপেন্ড এবং হাজিরা ভিত্তিক কর্মচারী মো. সাগর হোসেন, মো. সাদিউল ইসলাম বাবু, লিমন হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এম বুরহান উদ্দীন/এমআই