• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
আত্নবিশ্বাসী মুশফিক

বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ তারকা মুশফিকুর রহিম

সংগৃহীত ছবি

ক্রিকেট

আত্নবিশ্বাসী মুশফিক

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

বিশ্ব ক্রিকেটের শক্তিশালী অঞ্চল এশিয়া। এ অঞ্চলের প্রধান ক্রিকেট আসর এশিয়া কাপের সর্বশেষ চার আসরে তৃতীয়বারের মতো ফাইনালে খেলছে বাংলাদেশ। আগের দুই ফাইনালে হারের দুঃখ এবার ঘোচাতে চায় বাংলাদেশ। দলের গুরুত্বপূর্ণ তারকা মুশফিকুর রহিমের গভীর বিশ্বাস, ফাইনালে সেরাটা খেলতে পারলে শিরোপা জেতা সম্ভব।

২০১২ সালে পাকিস্তানের কাছে ফাইনালে ২ রানে হারের কষ্ট এখনো পীড়া দেয় বাংলাদেশকে। গত আসরেও ফাইনালে ওঠে তারা, সেখানে ভারতের কাছে উড়ে যান মাশরাফিরা। দুই বছর পর আবারো সেই ভারতকে ফাইনালে পাচ্ছে বাংলাদেশ। এবার শিরোপার স্বপ্ন ভালোভাবেই মনে গেঁথে নিয়েছেন তারা।

শুক্রবারের ফাইনালের জন্য দলকে উজ্জীবিত থাকতে বললেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা ইনিংস খেলা মুশফিক, ‘আমরা অবশ্যই পারব (ফাইনাল জিততে)। আমাদের আত্মবিশ্বাসের কমতি নেই। আমরা কিন্তু এখনো নিজেদের সেরাটা খেলতে পারিনি। প্রতিটি বিভাগে পুরোপুরিভাবে জ্বলে উঠিনি আমরা। টপঅর্ডার ভালো করছে না। সব বিভাগে ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারলে তাদের না হারানোর কারণ নেই। ভারত অসাধারণ ক্রিকেট খেলছে, কিন্তু তারাও তো ভুল করে।’

মুশফিক বললেন, ‘আমরা কমপক্ষে ফাইনালের স্বপ্ন নিয়ে খেলতে এসেছিলাম। এখন ফাইনালে উঠেছি। এবার লক্ষ্য সেরাটা খেলার, তাহলে ভারতকে হারানো সম্ভব। এটা আমরা আগেও করেছি, হয়তো আমরা তাদের ধারাবাহিকভাবে হারাতে পারিনি। কিন্তু সেরাটা খেললে তাদের চাপে ফেলে ম্যাচ জিতে শিরোপা লাভ করা সম্ভব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads