• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
আজ থেকে মুক্ত টাইগাররা

সংগৃহীত ছবি

ক্রিকেট

আজ থেকে মুক্ত টাইগাররা

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১০ মার্চ ২০২১

প্রথম তিন দিন এক কক্ষে আবদ্ধ থাকার পর চার দিন ৩০ মিনিট করে মুক্ত বাতাসে হাঁটার সুযোগ। এর পরের সাত দিন দুই ঘণ্টা করে ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন। কোয়ারেন্টিনের সব ধাপ এভাবেই পার করে ফেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রতিটি ধাপের আগেই হয়েছে একবার করে কোভিড-১৯ পরীক্ষা। গতকাল মঙ্গলবার শেষ কোভিড-১৯ পরীক্ষাতেও দলের সবার ফল নেগেটিভ এসেছে। আজ বুধবার থেকে তাই আর থাকছে না কোনো বিধিনিষেধ। নিউজিল্যান্ডের নিয়ম অনুযায়ী সে দেশে ভ্রমণকারীকে ১৪ দিনের কোয়ারেন্টিনের পর দেওয়া হয় মুক্ত চলাচলের সুযোগ। করোনাভাইরাসের কারণে নিত্যসঙ্গী হয়ে পড়া মাস্ক, নিরাপদ দূরত্ব ইত্যাদির ঝামেলাও আর নেই। জৈব সুরক্ষা বলয়ের ফ্যাসাদ ছাড়াই ক্রিকেটাররা করতে পারবেন মুক্ত চলাচল।

গতকাল কোয়ারেন্টিনের মধ্যে শেষবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। এদিন সবার মাঝেই ছিল হাঁপ ছেড়ে বাঁচার আনন্দ। তরুণ পেসার হাসান মাহমুদের কণ্ঠে পাওয়া গেল সেই সুর, ‘অনেক ভালো লাগছে। কোয়ারেন্টিন শেষ হয়েছে, আজ শেষ দিন কোয়ারেন্টিনের, কোয়ারেন্টিনের মধ্যে আজ শেষ অনুশীলনও।’

অভিষেকের অপেক্ষায় থাকা আরেক তরুণ পেসার শরিফুল ইসলাম জানান, পুরো দিন কাজে লাগানোর আনন্দ ভর করছে তার মাঝে, ‘প্রথম সাত দিন খুব বাজে লাগছিল। পরের সাত দিন দুই ঘণ্টা করে অনুশীলনের সুযোগ পেয়ে ভালো লেগেছে একটু। এখন তো একদম মুক্ত। পুরোদিন কাজে লাগানো যাবে।’ কোয়ারেন্টিন শেষ হওয়ার পর আজ বুধবারই ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনে যাবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ সামনে রেখে সেখানেই চলবে দলের অনুশীলন। ২০ মার্চ ডানেডিনে স্বাগতিকদের প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডের জন্য ফের ক্রাইস্টচার্চ আসতে হবে বাংলাদেশ। ২৬ মার্চ ওয়েলিংটনে হবে শেষ ওয়ানডে। এরপর ২৮ মার্চ হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টি খেলার পর নেপিয়ারে ৩০ মার্চ খেলবে দ্বিতীয় ম্যাচ। ১ এপ্রিল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ হবে অকল্যান্ডে। দেশে সমর্থকদের অধীর আগ্রহ, কী খবর ক্রাইস্টচার্চের? শেষ করোনা টেস্ট কী হয়েছে? তার ফল কী? সবাই নেগেটিভ? পুরো দল মুক্ত হবে কবে কখন? ভক্ত-সমর্থকদের সে কৌতূহলের জবাবে আছে সুখবর, ক্রাইস্টচার্চে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সবাই সুস্থ আছেন। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘এখানের খবর ভালো। সবাই সুস্থ আছে। আমাদের চতুর্থ কোভিড-১৯ টেস্ট হয়ে গেছে। সেটায়ও সবাই নেগেটিভ। আর কোনো সমস্যা নেই। আমরা ইনশাআল্লাহ আগামীকাল (বুধবার) কুইন্সটাউনের উদ্দেশে যাত্রা করব।’ জালাল আরো জানান, ‘ক্রাইস্টচার্চ থেকে বিমানে ৫০ মিনিটের পথ কুইন্সটাউন। তারা স্থানীয় সময় বিকাল ৩টায় ক্রাইস্টচার্চের এই হোটেল ছেড়ে অন্য একটি হোটেলে ২ ঘণ্টার জন্য অবস্থান করবেন। লবিতে মালপত্র রেখে সবাই হোটেল রুমে অবস্থান করবেন। সেখান থেকে সরাসরি বিমানবন্দর চলে যাবে জাতীয় দলের বহর।’

কুইন্সটাউনে গিয়ে আরো একটি সুখবর থাকছে টাইগারদের জন্য। দীর্ঘদিন পর দলের সঙ্গে যুক্ত হচ্ছেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। নিজ শহর অকল্যান্ড থেকে সন্ধ্যায়ই কুইন্সটাউনে দলের সঙ্গে মিলিত হবেন ভেট্টোরি। বলার অপেক্ষা রাখে না, গত বছর মার্চে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই দলের সঙ্গে আর কোনো রকম সম্পর্ক নেই ভেট্টোরির। বার কয়েক তার বাংলাদেশে এসে কোচিং করানোর কথা থাকলেও নিউজিল্যান্ডের কঠোর করোনা প্রটোকলের কারণে সম্ভব হয়নি। এবার নিজ মাটিতে বাংলাদেশের স্পিনারদের কোচিং করাবেন ভেট্টোরি। নিউজিল্যান্ড সফরে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়া পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন এ কিউই স্পিন বিশেষজ্ঞ। জালাল ইউনুস আরো জানান, নিউজিল্যান্ডে করোনা আইন কঠোর। কিউইদের পাশাপাশি বিদেশ যাত্রীর জন্যও করোনা প্রটোকলে ভীষণ কড়াকড়ি। নিউজল্যান্ড থেকে যাওয়া আর এদেশে পা রাখা উভয় ক্ষেত্রেই রাজ্যের ঝক্কি। জালাল ইউনুস আরো জানান, ৫ দিনের অনুশীলন ক্যাম্প শেষে ষষ্ঠ দিনে গিয়ে একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে জাতীয় দল। তারপর ১৮ মার্চ ডানেডিন যাবে। সেই শহরেই ২০ মার্চ প্রথম ওয়ানডে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads