ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় গুলির ঘটনা ঘটেছে। এতে ১৮ জন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৯ মার্চ) সকালে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রণভূমি গ্রামের আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও জমি দখলের চেষ্টা চালাচ্ছিলেন। রোববার সকাল ১০টার দিকে তারা বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রসহ জমি দখলের উদ্দেশ্যে গ্রামে যান।
এ সময় একই গ্রামের ব্যবসায়ী আশিক মিয়া, যুদ্ধাহত শফিক চৌধুরী এবং স্থানীয়রা তাদের বিরোধিতা করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষকালে লুৎফর রহমান চৌধুরী ও আব্দুস সালামের পক্ষের লোকজন গুলি ছুঁড়ে। কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ও পাইপগানও দেখা যায়।
আশিক মিয়ার পক্ষের অন্তত ১৮ জন গুলিবিদ্ধ হন। এছাড়া ইটপাটকেল ও লাঠিসোটা দিয়ে আরও ১০-১২ জন আহত হন।
সংঘর্ষের সময় তিনজন স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন। তারা হলেন মুন্না মিয়া, বিজয় ইসলাম ও শাকিবুল ইসলাম।
আরও গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন— আমিরুল ইসলাম, মোজ্জাকির, তুফায়েল মিয়া, মরম মিয়া, ছাতির মিয়া, মাসুম আহমেদ, জাহিদ আলম, জয় ইসলাম, পাবেল মিয়া, শাহরুখ খান, মো. মোজাহিদ, শাহ আলম মিয়া, বারেক চৌধুরী রুবেল, টিপু মিয়া ও আব্দুস সাত্তার। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার পিন্টু দাস বলেন, আহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা যাবে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষে অন্তত ১৮ জন গুলিবিদ্ধ ও ১০-১২ জন আহত হয়েছেন। পুলিশ সঠিক তদন্ত করছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার চেষ্টা চালাচ্ছে। অভিযুক্তদের ধরার জন্য অভিযান চলছে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।
এআরএস

