Logo

ক্যাম্পাস

৫ দিনের চীন সফরে জবি উপাচার্য

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৩:৫৪

৫ দিনের চীন সফরে জবি উপাচার্য

বাংলাদেশ সরকারের শিক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে পাঁচ দিনের চীন সফরে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

সোমবার (১৭ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে চীনের উদ্দেশ্যে গমন করবেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সোমবার (১৭ মার্চ) থেকে শুক্রবার (২১ মার্চ) পর্যন্ত তিনি চীন সফর করবেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছুটিকালীন দায়িত্ব পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এ সফরে সরকারের বেশ কয়েকজন প্রতিনিধি অংশ নেবেন।

জেএন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর