Logo

সারাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা

পয়সা খাইবেন আর কাম করবেন না?

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৯:০০

পয়সা খাইবেন আর কাম করবেন না?

‘পয়সা খাইবেন আর কাম করবেন না? সাতদিনের মধ্যে রিপিয়ার করে দিবো’- এভাবেই ফোনে সুনামগঞ্জের এলজিইডি প্রোকৌশলী মো. আনোয়ার হোসেনকে ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ বিকেলে সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বোরো ধান কর্তন উৎসবে কৃষকদের কাছ থেকে অভিযোগ শুনেই ফোনে এমন ক্ষোভ ঝাড়েন তিনি।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার কাছে এ সময় কৃষকরা বলেন, ‘দুই বছর ধরে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে রাবার ড্যাম লিকেজ হয়ে অকেজো অবস্থায় পড়ে আছে। এতে হাওরের ফসল নিয়ে দুশ্চিন্তায় থাকেন কৃষকরা।’ 

কৃষি উপদেষ্টা সাথে সাথেই পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি কর্মকর্তাকে মাঠে খোঁজেন। তখন এলজিইডি প্রকৌশলীকে মাঠে না পেয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মামুন হাওলাদারকে ফোন লাগিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিছুক্ষণ পরে সুনামগঞ্জ এলজিইডি নিবার্হী প্রকৌশলী আনোয়ার হোসেনকে মোবাইল ফোনে ক্ষোভ ঝাড়েন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা।

এ সময় ফোনে তাকে বলতে শুনা যায়, ‘কোথায় ঘুমাইতেছেন, জানেন না? আমরা আসব এখানে। ও... আপনি খোঁজও রাখেন না। পয়সা খাইবেন, কাজ করবেন না, আপনার নাম ও মোবাইল নম্বর দেন। রাবার ড্যামের কাজ ৭ দিনের ভিতরে শেষ করবেন, না হলে আপনাকেই রিপিয়ার করে দেব।’ 

পরে মাঠে উপস্থিত কৃষকদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘যারা কাজ করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আব্দুল হালিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর