
নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত এ দলটির আহ্বায়ক পদে রয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
দলটির আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল ৩টায় জনসমাবেশের আয়োজন করা হয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, এটি একটি নতুন ধারার রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। আগামী জাতীয় নির্বাচনে শক্ত প্রতিপক্ষ হিসেবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেনি তারা।
সূত্র জানায়, দলের ইংরেজি নাম হতে পারে ‘ন্যাশনাল সিটিজেন পার্টি’, তবে বাংলা নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ হিসেবে ব্যবহৃত হবে। দলটি নিবন্ধনের জন্য ‘মুষ্টিবদ্ধ হাত’, ‘হাতি’, ‘রয়েল বেঙ্গল টাইগার’, ‘শাপলা’ ও ‘ইলিশ’ প্রতীকের মধ্যে যেকোনো একটি বেছে নেবে।
প্রাথমিকভাবে দলটির ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। পরে ৩০০ সদস্যে বর্ধিত করা হতে পারে বলে জানা গেছে। জাতীয় নাগরিক কমিটির উপজেলা পর্যায়ের ৩২৮টি কমিটি থেকে নতুন দলে নেতাকর্মীরা যুক্ত হবেন।
দল গঠনের ক্ষেত্রে আহ্বায়ক, সদস্যসচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র—এই চারটি পদকে শীর্ষ পদ হিসেবে ধরা হলেও আরও পাঁচটি নতুন পদ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সূত্র জানায়, ইতোমধ্যে ৭০ জনের মধ্য থেকে শীর্ষ ৯টি পদের জন্য ৯ জন নেতার নাম চূড়ান্ত করা হয়েছে।
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই অনুষ্ঠানের মঞ্চসহ সার্বিক প্রস্তুতির কাজ শুরু হয়। দলটি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি গ্রহণ করেছে। এ ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই দল দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় কতটুকু প্রভাব ফেলতে পারবে, তা সময়ই বলে দেবে। তবে নেতৃত্ব ও কাঠামো বিশ্লেষণ করলে বোঝা যায়, দলটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
এমজে