Logo

আন্তর্জাতিক

টাকার দৌঁড়ে কে এগিয়ে ট্রাম্প না হ্যারিস!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৩০

টাকার দৌঁড়ে কে এগিয়ে ট্রাম্প না হ্যারিস!

ছবি : সংগৃহীত।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে জনসাধারণের রয়েছে হাজারো প্রশ্ন। তার মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস ঠিক কত টাকার মালিক। দুই পক্ষের মধ্যে সম্পত্তির পরিমাণে কার পাল্লা ভারি তা জানতে তীব্র আগ্রহ গোটা বিশ্বের।

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করেছে উভয় প্রার্থীই ৮ বিলিয়ন ডলারের মালিক।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মোট সম্পত্তির পরিমাণ ৮ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৫ হাজার ৪৬১ কোটি টাকারও বেশি। ২০০৪ সালে আইনজীবী হিসেবে ডিগ্রি অর্জনের পর কমলা হ্যারিস স্যানফ্রান্সিকো জেলার অ্যার্টনি হিসেবে কাজে যোগ দেন। ওই সময়ে তার বার্ষিক আয় ছিল ১ লাখ ৪০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬৭ লাখ টাকারও বেশি।

২০১০ সালে এই রোজগারের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩৮ লক্ষ টাকারও বেশি। একই বছর তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হন। সাত বছর পর ২০১৭ সালে কমলা মার্কিন সিনেটে যোগ দেন। সেই সময়ে তার বার্ষিক আয় কমে দাঁড়ায় ১ লাখ ৭৪ হাজার ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি টাকারও বেশি।

২০১২ সালে মায়ের মৃত্যুর পর কমলা ও তার বোন ওকল্যান্ড নিজেদের বাড়ি বিক্রি করে দেয় ৭ লাখ ১০ হাজার ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি টাকারও বেশি। আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে বর্তমানে কমলা হ্যারিসের বার্ষিক রোজগার ২ লাখ ১৮ হাজার ডলার। অর্থাৎ ১ কোটি ৮৩ লাখ টাকারও বেশি।

২০১২ সাল কমলা ও তাঁর স্বামীর কেনা বাড়ির বর্তমান মূল্য ৪.৪ মিলিয়ন ডলার। অর্থাৎ ৫২ কোটি ৫০ লাখ টাকারও বেশি। ২০২৪ সালের মে মাসে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, কমলা হ্যারিস এবং তাঁর স্বামীর মোট বিনিয়োগ, নগদ এবং অবসরকালীন ভাতার পরিমাণ ৬.৬ মিলিয়ন ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৭৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি।

এছাড়া, ‘দ্য ট্রুথস উই হোল্ড’, ‘মেমোয়্যার’ (স্মৃতিকথা)-এর মতো নিজের লেখা বই থেকেও রয়্যালটি পান কমলা হ্যারিস।

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তির পরিমাণও ৮ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ৬৭ হাজার ৩০৭ কোটি টাকার বেশি। প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে ট্রাম্পের সম্পত্তির পরিমাণ দ্বিগুণ বেড়ে গেছে। যার প্রধান উৎস হচ্ছে তার ‘ট্রুথ সোশ্যাল’ কোম্পানি। এছাড়াও রিয়েল স্টেট ব্যবসাতেও বিনিয়োগ রয়েছে তার।

ট্রাম্পের মালিকানায় নিউ ইয়র্কের ‘ট্রাম্প টাওয়ার’, ফ্লোরিডার তিনটি বাড়ি এবং লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল রয়েছে। এছাড়াও, মার-আ-লাগো ক্লাব, গল্ফ কোর্সেস এবং মিয়ামিতে একটি রিসোর্ট রয়েছে তার। এই সম্পত্তির মূল্য ৮১০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার ৬৬৫ কোটি টাকারও বেশি।

ফোর্বসের হিসেব অনুযায়ী, ট্রাম্পের হাতে নগদ ৪১০ মিলিয়ন ডলার রয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৮৯২ কোটি টাকারও বেশি। এছাড়াও, বিভিন্ন সম্পত্তিতে তার মালিকানা ১০০ মিলিয়ন ডলারেরও বেশি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর